অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে ‘ওয়েস্টার্ণ পাড়া শর্টপিচ সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের’ ফাইনাল অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৪ রাত ১১:০৪

remove_red_eye

২২২

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে ‘ওয়েস্টার্ণ পাড়া শর্টপিচ সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের’ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ওয়েস্টার্ণ পাড়া জুনিয়র একাদশের আয়োজনে লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেখের দোকান এলাকায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বন্ধু মহল ক্রীড়া চক্র বনাম লাঙ্গলখালী ক্রীড়া চক্র অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় বন্ধু মহল ক্রীড়া চক্রকে হারিয়ে জয় লাভ করে লাঙ্গলখালী ক্রীড়া চক্র।

লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার ছাত্র সংসদের সাবেক এজিএস তামিম তালুকদারের সভাপত্বিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন লালমোহন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মারুফ হোসাইন।

এছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ফাতেহ আলী শান্ত, ওয়েস্টার্ণ পাড়া ক্রীড়া চক্রের সাবেক সভাপতি ও লালমোহন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহিন কুতুব, হাওলাদার পাড়া ক্রীড়া চক্রের সভাপতি রাকিব হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 





আরও...