অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৪ রাত ০৮:৪৭

remove_red_eye

২১৪

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে মাছের পোনা ধ্বংসকারী অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।
 
শুক্রবার (১৫নভেম্বর) সকাল থেকে উপজেলার হাজিপুর, মদনপুর ইউনিয়নের মেঘনার বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড'র সহায়তায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন এ অভিযান পরিচালনা করেন। এসময় মেঘনা নদী থেকে তিনটি খুটি, চরঘেরা জাল, ঘন ফাঁসের মিনি পাইজাল, ঘন ফাঁসের কোনা জাল কেটে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন বলেন এসব অবৈধ জালে জাটকা, পোয়া ও পাঙ্গাসের পোনা ধ্বংস হয়। দৌলতখানে অবৈধ জাল ব্যবহারের একটি সিন্ডিকেট বিভিন্নভাবে অভিযান  প্রতিরোধে বাধা প্রদান করলেও মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল প্রতিরোধে উপজেলা মৎস্য দপ্তর কঠোর অবস্থানে রয়েছে।