অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখান সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকার অকাল মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০১৯ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

২৩২১

দৌলতখান প্রতিনিধি|| ভোলার দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের শিক্ষক-শিক্ষিকার মৃত্যু বরন করেছে। দর্শন বিভাগের প্রভাষক বিকাশ চন্দ্র ঢালী(৫৯) ভারতের ভ্যালেরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহম্পতিবার দিবাগত রাতে অপর দিকে রসায়ন বিভাগের প্রভাষক রাবেয়া আফরোজ ভারতের ভ্যালেরের হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি আসার পর গতকাল শুক্রবার সকালে মৃত্যুবরন করেন। ইন্না লিল্লাল ওয়া ইলাইহি রাজিউন। দুই শিক্ষক-শিক্ষিকাই দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। বিকাশ চন্দ্র ঢালীর গ্রামের বাড়ি খুলনা জেলার বটিয়া-ঘাটা উপজেলার হেতালবুনিয়ায়। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। অপরজন রাবেয়া আফরোজ ভোলার লালমোহন পৌরসভার ৭ নং ওয়ার্ডে বাসিন্দা। সে বাবা, মা, স্বামী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। শিক্ষক-শিক্ষিকার মৃত্যুতে দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে শোকের ছাঁয়া নেমে এসেছে।