অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ | ৩০শে কার্তিক ১৪৩১


চরফ্যাশনের আহাম্মদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৩

remove_red_eye

১৭

ইসরাফিল নাঈম, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে জাতীয়তাবাদী বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অতিদ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আহাম্মদপুর ইউনিয়ন যুবদল।
 
বুধবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার আহাম্মদপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিলে মিছিলে চৌমুহনী বাজারে এসে মিলিত হয়। পরে চৌমুহনী বাজার থেকে ইউনিয়নের হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আহাম্মদপুর হাজীরহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনী বাজারে এসে জন-সমাবেশে একত্রিত হয়।
 
মিথ্যা মামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে হাজীরহাট চৌমুহনী বাজারের বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে এসে জন-সমাবেশে বক্তব্য রাখেন, আহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরনবী মিয়া। তিনি বক্তব্যে বলেন, আওয়ামী খুনি হাসিনার আমলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
 
এসময় উপস্থিত ছিলেন, আহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন, জামাল সিকদার। ইউনিয়ন যুবনেতা বাবুল মোল্লা, রিপন পন্ডিত, আমজাদ হোসেন, আবুল হোসেন, অজি উল্লাহ, মিজান হাওলাদার, মাসুদ মুন্সি, আলা উদ্দিন, আবুল কালাম, হাসান পালোয়ান, রায়হান, ফারুক মৌলিকসহ বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা।