অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভয়াল ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে : দৌলতখানে দোয়া ও আলোচনা সভা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

৩৩৬

দৌলতখান প্রতিনিধি : ১৯৭০ সালে ভয়াল '১২ নভেম্বর' ঘূর্ণিঝড়ে নিহতদের স্বরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২নভেম্বর) বিকালে দৌলতখান প্রেসক্লাবের আয়োজনে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। 
 
 কালের স্বাক্ষী ১৯৭০ সালের এই ভয়াল ১২ নভেম্বরের  প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও ব্যাপক জলোচ্ছ্বাসে ১০ লাখ মানুষের প্রাণহানি হয়েছিল। এর মধ্যে লক্ষাধিক মানুষের মৃত্যু হয় ভোলাতেই। তখন উপকূলীয় দ্বীপাঞ্চলসহ দক্ষিণাঞ্চলের বহু এলাকা বিরাণভূমিতে পরিণত হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন, দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা আকবর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান, সিনিয়র সহ সভাপতি, ফারুক হোসেন তালুকদার,  সহ সভাপতি  গোলাম কবির স্বপন,  সাধারণ সম্পাদক শাহাজান সাজু, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি জাকির আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ অনেকে।