অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দু'টি ড্রেজার আটক


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫

remove_red_eye

৩৬৪

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে নদীর হাঁসের চর এলাকায় এমবি  ইফাজ ইয়াসিন  ও মেরাজ এন্টার প্রাইজ নামক দুটি লোর্ড ড্রেজার  মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দু'টি লোড ড্রেজার মেশিন আটক করা হয়েছে। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম  তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে দু'টি লোড ড্রেজার মেশিন আটক করে । পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার মেশিন এর সাথে জড়িতদের জরিমানা করা হয়।
সূত্র জানান, ভ্রাম্যমান আদালত আটককৃত এমবি ইফাজ ইয়াসিন লোর্ড ড্রেজার মেশিনের মালিক কাচিয়া ইউনিয়নের মোখলেছুর রহমানের ছেলে  মফিজকে ১ লাখ টাকা জরিমানা ও মেরাজ এন্টার প্রাইজ লোর্ড ড্রেজার মেশিনের মালিক পৌর ১ নং ওয়ার্ডের জিল্লুর রহমানের ছেলে ফাইজুল ইসলামকে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করে। এসময় মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ ও বোরহানউদ্দিন থানা পুলিশসহ সাংবাদিকগন অভিযানে উপস্থিত ছিলেন।