অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে উন্নয়নের রাজনীতি করেছিলেন : সাবেক এমপি হাফিজ ইব্রাহিম


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

১৯২

খালেদ মোশাররফ শামীম, দৌলতখান সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সদস্য ও ভোলা- ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন,  জিয়াউর  রহমানকে অন্তরীন  রেখে ক্ষমতা দখলের চেষ্টা  করা হয়েছিল  । কিন্তু  দেশপ্রেমিক  সেনাবাহিনী  সে চেষ্টা  ব্যর্থ করে দেন।  ৭ নভেম্বর সিপাহী -জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান  বন্দীদশা থেকে মুক্ত হন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, শিক্ষা, শান্তি  ও উন্নয়নের  রাজনীতি  করেছিলেন। সোমবার (১১ নভেম্বর)  বিকেলে ভোলার দৌলতখান মধ্যবাজারে জাতীয় বিপ্লব সংহতি দিবস  উপলক্ষে  উপজেলা বিএনপি  আয়োজিত  আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। 
সাবেক এমপি  বলেন, আমাদেরকে জনগণের কল্যানের জন্য রাজনীতি করতে হবে।  ছাত্রদলের নেতা-কর্মীরা  লেখা-পড়া শিখে  রাষ্ট্র  পরিচালনার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে। তারা মানুষের পাশে থাকবে,  মানুষের কল্যাণে কাজ করবে। উপজেলা  বিএনপির  সভাপতি  আব্দুল  মান্নান মিয়ার সভাপতিত্বে  সভায় অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপি'র সাংগঠনিক সমন্বয়ক ও দৈনিক খবরপত্রের  নির্বাহী সম্পাদক আকবর হোসেন, উপজেলা বিএনপির   ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন।  উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপজেলা  বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি,  সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক জুলু   , উপজেলা  যুবদলের সদস্য সচিব আবু হেনা মোঃ রিয়াজসহ বিএনপি'র  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।