অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনের বিচ্ছিন্ন চরে কোস্ট ট্রাস্টের ত্রাণ বিতরণ  


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে মে ২০২০ রাত ০৯:৫৪

remove_red_eye

৬৭১

লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনের বিচ্ছিন্ন চরে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সামাজিক উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট। মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর শাহজালালে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কোস্ট ট্রাস্টের ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, আধা কেজি সয়াবিন তৈল ও একটি সাবান। এসময় উপস্থিত ছিলেন, কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক রাশিদা বেগম, আঞ্চলিক সমন্বয়কারী আইয়ুব আলী, আ: রব, প্রকল্প সমন্বয়কারী খোকন চন্দ্র শীল, সমন্বয়কারী মো. ইউনূছ প্রমূখ।