অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার লালমোহনে ১ হাজার টাকার ৫১টি জাল নোটসহ ২ ভাই আটক


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৬শে মে ২০২০ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

৯৪৭

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার লালমোহন উপজেলায় সোমবার রাতে ১ হাজার টাকার ৫১টি জাল নোটসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। লালমোহন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ মেহেরগঞ্জ  এলাকার নিজ বাসভবনের সামনে থেকে আটককৃতরা হলো মো: সোহেল (২৮) ও মো: জুয়েল (২১)। তারা ঐ এলাকার কাসেম দেওয়ানের ছেলে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ২টার দিকে ঐ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সোহেল ও জুয়েলকে তাদের বসত বাড়ির সামনে থেকে ১ হাজার টাকা মূল্যের ৫১টি জাল নোটসহ আটক করা হয়। ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা জাল নোট কারবারীর সাথে সম্পৃক্ত। তবে এ ব্যাপারে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান লালমোহন থানার ওসি।