অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখান জিয়াউর রহমানের বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

২৭৬

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে


দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে সিপাহী জনতার বিপ্লব ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ শীর্ষক বক্তৃতা প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
 শুক্রবার (৮নভেম্বর)  বিকালে দৌলতখান উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যলয়ে এ বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায়  উত্তর জয়নগর ইউনিয়নের ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ প্রথম স্থান ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তালহা দ্বিতীয় স্থান অর্জনসহ আরও ১০ জন বিজয়ী হয়। পরে তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক সনজিব মৃর্ধার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক  রাকিব পন্ডিতের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ জুলু, যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন।