অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে মেজর (অব.) হাফিজ উদ্দিন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

১৮০

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সার্কেল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বদরপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে পূর্ব চরকচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো। উদ্বোধনী ম্যাচে সাতবাড়িয়া ইয়াং ফ্যাশন একাদশ বনাম সরকারি শাহবাজপুর কলেজ ছাত্রদল একাদশ অংশগ্রহণ করে। এছাড়াও এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করবে।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহŸায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, এ.এন.এম ফয়সাল হায়দার, পৌরসভা বিএনপির আহŸায়ক ছাদেক মিয়া ঝান্টু, বদরপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মারুফসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





আরও...