অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহন শহরে জীবাণুনাশক ঔষধ ছিটানোর কার্যক্রম উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মে ২০২০ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

১১৫৩

লালমোহন প্রতিনিধি:: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে ভোলার লালমোহন উপজেলার প্রতিটি বাজারে জীবানুনাশক ঔষধ ছিটানো কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। আজ রবিবার সকালে লালমোহন বাজারে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় এমপি শাওন বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ  হাসিনার একান্ত প্রচেষ্টায় বাংলাদেশে এখনো করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে। এমপি শাওন আরও বলেন, অসহায়দের পাশে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে দাঁড়াতে হবে। তাহলে আমাদের সমাজের অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোঁটবে। এছাড়াও সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করার আহবান জানান এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এর আগে তিনি বদরপুর ইউনিয়নে প্রধান মন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ ১০০ জনের মাঝে বিতরণ করেন। পরে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে ১ হাজার অসহায় পরিবারের মাঝে যাকাতের নগদ অর্থ বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত মেয়র জাহেদুল ইসলাম নবীন ও পৌরসভার অন্যান্য কাউন্সিলরগণ।