অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভাঙন এলাকার উন্নয়নে সুষম বরাদ্দ বণ্টন করা হবে: পানিসম্পদ উপদেষ্টা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

১৫৫

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা চৌধুরী বলেছেন, নদী তীরবর্তী ভাঙন এলাকার উন্নয়নে গুরুত্ববোধে সুষম বরাদ্দ বণ্টন করা হবে। পাশাপাশি নদীতীরে জেগে ওঠা চরে শুধু শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হবে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ হার্ডপয়েন্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে সারা দেশে যে সব উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, সেখানে কোনো অনিয়ম, দুর্নীতি ও প্রকল্প বাস্তবায়নে কোনো গাফিলতি আছে কি না সে বিষয়ে পাউবো সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত মন্ত্রণালয়ে সভা করা হয়েছে। আমরা সরেজমিন বিভিন্ন প্রকল্প এলাকায় যাচ্ছি এবং অভিযোগ শুনছি।  

বেসরকারি স্থানীয় লোকজন এবং শিক্ষার্থীদের নিয়ে মনিটরিং কমিটি করা হচ্ছে। তদন্ত শেষে ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম থেকে শাহজাদপুরের হাট পাঁচিল পর্যন্ত ৬৫৩ কোটি টাকার নির্মাণাধীন যমুনা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, অভিযোগটি আমরা গ্রহণ করছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় পাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোকলেছুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নজরুল ইসলাম ও সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





আরও...