অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে বজ্রপাতে শিশুসহ নিহত-২


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

১৯৫

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর গ্রামে ও শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের নসু মেলেটারীর ছেলে মোশারেফ হোসেন লিটন (৪০) তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন। অপর নিহত শিশু হলেন, হাজারীগঞ্জ ইউনিয়নের চর-ফকিরা গ্রামের রফিজল মাঝির ছেলে মো. শিহাব (১৩)।
স্থানীয়ও পুলিশ সুত্রে জানান যায়, নিহত মোশারেফ হোসেন লিটন বিকালে ঝড় বৃষ্টিসহ বজ্রপাতের সময় নিজ বসত বাড়িতে বাবা-ছেলে মিলে নিজেরদের পালিত গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতে রশ্নিতে তিনি সংঙ্গাহীন হয়ে যান। পরে তার সঙ্গে থাকা বাবা নসু মেলেটারী তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
অপর দিকে চর ফকিরা গ্রামের মাইনউদ্দিন মৎস্যঘাটে ঝড় বৃষ্টির সময় ১৩ বছর বয়সী শিশু শিহাব ওই খোলা নৌকার ছাওনিতে আশ্রয় নেন। এসময় তিনি বজ্রপাতের দকলে গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।