অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরো ৪ জন করোনায় আক্রান্ত


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৪শে মে ২০২০ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

১৬৩২

অচিন্ত্য মজুমদার:: ভোলায় গত ২৪ ঘন্টায় আরো এক ব্যাংক কর্মকর্তা ও নারীসহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ রবিবার দুপুরে সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২২ জনে।

সিভিল সার্জন আরো জানান, ভোলা সদর উপজেলায় নতুন আক্রান্ত ২ জনের মধ্যে একজনের বাড়ি ভোলা সদর উপজেলার পৌর ৯নং ওয়ার্ডে রূপসী সিনেমা হলের পেছনে। তিনি ব্যংক কর্মকর্তা। এছাড়া অন্যজন হলেন পৌর ৮ নং ওয়ার্ডের যুগীরঘোল এলাকার বাসিন্দা এক নারী। তিনি করোনা আক্রান্ত অপর এক ব্যাংক কর্মকর্তার স্ত্রী। এ নিয়ে সদর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। আক্রান্ত দু’জনের বাড়ি লকডাউন করে তাদেরকে সেখানেই আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয় বলে জানান তিনি।

অপরদিকে লালমোহন উপজেলায় ৪৫ বছর বয়সী এক কৃষক করোনায় আক্রান্ত হয়েছেন। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি জানান, করোনা আক্রান্ত ওই কৃষকের বাড়ি উপজেলার কালমা ইউনিয়নের বালুর চর এলাকায়। তিনি কিছু দিন আগে ময়মনসিংহ জেলা থেকে ঘুরে এসেছেন। ওই বাড়ি লকডাউন করে তাকে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়। এছাড়া ওই পরিবারের জন্য সরকারের তরফ থেকে আগামী ১৫ দিনের খাবার দিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে লালমোহন উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ জনে।

এছাড়া মনপুরা উপজেলায় ২৩ বছর বয়সী এক যুবক করোনা আক্রান্ত হয়েছেন। তার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। তিনি সাভারে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত ওই যুবক গত ১৭ মে ঢাকা থেকে মনপুরা উপজেলায় নিজ বাড়িতে আসেন। এরপর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ল্যাবে পাঠানো হয়। এ নিয়ে এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ জনে। আক্রান্ত ওই যুবকের বাড়ি লকডাউন করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে বলে তিনি জানান।

ভোলা সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল রুম জানান,  ভোলায় মোট করোনা আক্রান্তের ২২ জন। এর মধ্যে ভোলা সদরে ১০ জন, দৌলতখানে তিন জন, বোরহানউদ্দিনে এক জন, তজুমদ্দিনে এক জন, লালমোহনে দুই জন, চরফ্যাশনে এক জন ও মনপুরা উপজেলায় চার জন। এদের মধ্যে ৫ জন সুস্থ্য হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।