অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মোঃ আলী‘র পিতা আর আমাদের মাঝে নেই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

৪১২

এইচ আর সুমন : ভোলা পৌর ৬ নং ওয়ার্ড ওয়েষ্ঠার্ন পাড়ার জননী ইলেকট্রিক এন্ড ইঞ্জিনিয়ারিং এর  প্রোপাইটার মোঃ আলীর পিতা মোঃ আব্দুল গনি আর আমাদের মাঝে নেই।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোঃ আলীর পিতা মোঃ আব্দুল গনি ভোলা সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  চরছিবলি গ্রামের গনি জমাদার বাড়ি তার নিজ বাসভবনে রবিবার ভোর রাত্র ৩টা২০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মরহূম আব্দুল গনি দীর্ঘদিন যাবত ব্রেন স্ট্রোক রোগে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৮০) বছর। মৃত্যুকালের তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৮ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহূমের জানাজা নামাজ সোমবার সকাল ৯ টায়  চরসামাইয়া ইউনিয়নের চরছিবলি হোসাইনীয়া জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে গনি জমাদার বাড়ির সামনে পারিবারিক কবর স্থানের তাকে দাফন করানো হয়। 
তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে পড়ে। ওয়েষ্ঠার্ন  পাড়ার সকল ব্যবসায়ী সহ অনেকেই শোক প্রকাশ করে বলেন মহরমের রূহের  মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহ তাআলা যেন পরিবারের সকল সদস্যকে শোক সইবার ক্ষমতা দেন, আমিন।

 





আরও...