অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনের দুই জেলের কারাদন্ড


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০১৯ রাত ০৮:১২

remove_red_eye

১০০৯

 

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২ জেলের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার গভীর রাতে বোরহনাউদ্দিন উপজেলার তেতুঁলিয়া নদীতে মা ইলিশ শিকার করার সময় তাদের আটক করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাজমুল সালেহ্ জুয়েল তথ্য নিশ্চিত করে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমন্যা করে ওই দুই জেলে বৃহস্পতিবার রাতে মা ইলিশ শিকার করার সময় আমরা মৎস্য বিভাগ, নির্বাহী অফিসার ও পুলিশ সদস্যরা তাদের আটক করি। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।