অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যান সমিতির কমিটি গঠন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৪ রাত ০৮:২৩

remove_red_eye

১৭০

মহিউদ্দীন মাহী সভাপতি        মানজুর সম্পাদক

আকবর জুয়েল, লালমোহন থেকে : ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যান সমিতির দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু অডিটরিয়ামে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এক সাধারণ সভায় কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ২০২৪-২০২৫ সালের জন্য মো. মহিউদ্দিন মাহীকে সভাপতি, তাবিবুর রহমান সিফাত কে সিনিয়র সহ-সভাপতি এবং মানজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফুয়াদ আল খতিব, মোশারফ হোসেন, মো. আবু সাইদ, মো. হাছিন বোরহান, মো. হিমেল, মো. ইয়াসিন হোসেন। যুগ্ম-সম্পাদক পদে রয়েছেন আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মুরাদ আরিয়ান, সাকিব আল হাসান, রাকিবুল ইসলাম, জাহিদ হাসান রেদওয়ান, ইয়াজ উদ্দিন শাকিল, সাংগঠনিক সম্পদক পদে রয়েছেন আবির হোসেন অপু, সহ-সাংগঠনিক সম্পাদক তাকি বিন মোহসিন, মো. তাফহিম, মো. তারেক রহমান, মো. তামজিদ, মো. সাদ্দাম সোহরাওয়ার্দী, অর্থ সম্পাদক মেহেদী আশিক প্রমুখ।

ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যান সমিতি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকাস্থ লালমোহনের সর্বস্তরের শিক্ষার্থীদের সার্বিক কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমান নতুন কমিটির সভাপতি সম্পাদকসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম।

এদিকে নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন লালমোহনের ঐতিহ্যবাহী সংগঠন আব্দুল মান্নান ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।





আরও...