অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৪ রাত ০৮:২১

remove_red_eye

১৯০

মনপুরা প্রতিনিধি : “সমবায় গড়ছি দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এই সময় উপজেলা পরিষদ সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে সমবায় দিবসের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাইদুজ্জামান।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু, হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক আলমগীর হোসেন, জামায়েত ইসলামী বাংলাদেশে মনপুরা উপজেলার সেক্রেটারী ও উপধ্যাক্ষ আমিনুল ইহসান জসিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স, মনপুরা প্রেস ক্লাব সাধারন সম্পাদক সীমান্ত হেলাল সহ অন্যান্যরা।