অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে চাঁদার জন্য সাংবাদিকের পিতা মাতাকে মারধর হাসপাতালে ভর্তি


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৪ সকাল ০৬:৩৮

remove_red_eye

২১৭

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ১০ লাখ টাকা চাঁদা  না দেওয়ায় তানভীর আহমেদ নামে এক সাংবাদিকের বাবা- মা কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে  বশির নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। শুক্রবার (১ নভেম্বর)  দুপুরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই মাইটিভির  সাংবাদিকের আহত বাবা আলাউদ্দিন মৃর্ধা ও মা দিলারা শাহীন পারভিন বর্তমানে ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন।

আহত সাংবাদিকের বাবা আলাউদ্দিন মৃর্ধা জানান, শুক্রবার জুমার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে পথ রোধ করে একই ওয়ার্ডের সন্ত্রাসী বশির ও তার ছেলে শিশির, মিশাল আমার কাছ থেকে ১০ লাখ টাকা চাদা দাবি করে বেধড়ক হামলা চালায়। এতে আমরা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ভোলা হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপারে বশিরকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেন নি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ বিষয় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।