অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৪ বিকাল ০৫:০৩

remove_red_eye

২৫৬

কাজী জামাল দৌলতখান থেকে : "দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"  এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে দৌলতখান উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, শপথ পাঠ, আলোচনা সভা হয়। আলোচনা শেষে যুবকদের মাঝে সনদ  বিতরণ করা হয়েছে। শুক্রবার  (০১ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে এতে  সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারক হোসেন তালুকদার দৌলতখান থানা মহিলা দলের সভাপতি রাবেয়া বসরি বিএনপির নেতা জুয়েল তালুকদার দৌলতখান রিপোর্টার্স ইউনিট দপ্তর সম্পাদক মো: রাসেদ খান, ক্রিয়া সম্পাদক রাসেদ মিয়া,মো: আবুল খায়ের, মো:জামাল, মো:রায়হান প্রমূখসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।