অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউ‌দ্দি‌নে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপরে হামলা,গ্রেপ্তার ১


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৭

remove_red_eye

৩৯

বোরহানউ‌দ্দিন প্রতিনিধি: ভোলায়  বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অ‌বৈধ বা‌লি উত্তোলন ও মা ই‌লিশ রক্ষা অভিযান চলাকালীন সময়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ ৩ পুলিশ সদস্যের উপর অতর্কিত হামলা চালিয়েছে জেলেরা।
রোববার বিকা‌লে অভিযান  চলাকালীন সময়ে তেতুলিয়া নদীতে অ‌বৈধ বা‌লি উ‌ত্তোলন ও মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করার সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় বোরহানউদ্দিন থানার এএসআই হেলাল নৌকার বৈঠার আঘাতপ্রাপ্ত হন ও   কনস্টেবলের না‌হিদ ও আল আ‌মিন আহত হয় । এ সময় দুটি নৌকা জব্দ ও শাকিল নামক ১ জেলেকে আটক করেছে পুলিশ। এ বিষয় বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান সোমবার সকালে যুগান্তর‌কে কে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার চলমান রয়েছে,এরই প্রেক্ষিতে অ‌ভিযান প‌রিচালনা অবস্থায় ২টি নৌকায় প্রায় ২০-২৫ জন ব্যক্তিকে ইলিশ ধরতে দেখা যায়। তাদেরকে ধরতে সঙ্গীয় ৩ জন পুলিশ সদস্য ও নিরস্ত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলে নৌকা দু‌টি‌কে  তাড়া করার সময় নৌকায় থাকা লোকজন  সঙ্গীয় পুলিশ সদস্যসহ আমাদের উপর আক্রমণ করে ইট পাট‌কেল মার‌তে থা‌কে ।  এতে হেলাল নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) সহ ২ পু‌লিশ গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারী জেলেরা নদীতে মা‌ঝে একটি চরে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় শা‌কিল নামক এক ব‌্যক্তি‌কে আটক  করে ২ টি নৌকা ও বিপুল পরিমাণে জাল জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো হয় । আটককৃত শা‌কিল সহ বা‌কি‌দের বিরু‌দ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য রবিবার রাতেই উপজেলা মৎস্য কর্মকর্তাকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা মোঃ শাকিল নামে একজন সহ অজ্ঞাত আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মৎস্য আইনে একটি মামলা দায়ের করেছেন।