অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

১৮৪

বোরহানউ‌দ্দিন প্রতি‌নি‌ধি : ভোলার বোরহানউদ্দিনে বর্ণঢ‌্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার‌ বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ‌্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান  সড়ক সমূহ  প্রদিক্ষণ করে বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। 

সেখানে  উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে  কেক কাটার মধ্যে দিয়ে  আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়  সভায় প্রধান অতিথি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন, দৈনিক খবরপত্রের সম্পাদক  ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের জৈষ্ঠ সন্তান ব্যারিস্টার মোঃ  মারুফ ইব্রাহীম আকাশ। 
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজি মোহাম্মদ আজম, উপজেলা যুবদলের সদস‌্য স‌চিব জসিম উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান শাহিন, ফখরুল আলম মিঠু, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা প্রমুখ।