অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বেদে সম্প্রদায়ের জেলেদেরকে চাল বিতরন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০১৯ রাত ১০:০০

remove_red_eye

৮২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় এবার জেলেদের পাশাপাশি বেদে সম্প্রদায়ের জেলেদেরকেও ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ২০ কেজি করে চাল বিতরন করেছেন। শুক্রবার মা ইলিশ সংরক্ষনের আওতায় ভোলার মেঘনা নদীর ভাসমান প্রায় ২০০ জেলে বেদে পরিবারের মাঝে চাল বিতরন করা হয়।
জানা যায়,মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ সারা দেশে মাছ ধরার উপর সরকার নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞা চলাকালিন সময়ে নিবন্ধিত জেলে পরিবারের জন্য ২০ কেজি করে চাল বরাদ্ধ করা হয়। কিন্তু নদীতেই যাদের জীবন সংসার,নদীতেই যাদের বসবাস সেই বেদেরা মাছ ধরে জীবন জীবিকা চালাতো । তারা নিষেধাজ্ঞা চলাকালিন সময়ে কোন সরকারি সহায়তা পেতো না। মাছধরা বন্ধকালিন ২২ দিন বেধেরা পড়ে মহা বিপাকে। তাই বেদেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরতো। কিন্তু এবার অভিযানের শুরুতেই জেলা প্রশাসক বেদে জেলেদেরকে মা ইলিশ রক্ষার জন্য নদীতে মাছ শিকারে বিরত থাকার জন্য নির্দেশ দেন। পাশাপাশি তাদেরকে সরকারি সহায়তার চাল বেদে জেলেদের দেয়ার কথা ঘোষনা দেন। ইতিপূর্বে মা ইলশ রক্ষার অভিযানে বেদে জেলেরা কোন চাল না পেলেও জেলে প্রশাসকের সেই কথা মতো শুক্রবার বিকালে স্পীড বোট যোগে নদীতে ঘুরে ঘুরে মেঘনা নদীর কাঠির মাথা,ধনিয়া,¯øইজগেট, রাজাপুর জোরখাল এলাকার বেদে জেলেদের মধ্যে ২০ কেজি করে চাল দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো:আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্র্তা বৃন্দ।