অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ছাত্র আন্দোলনে আহতদের ৮৬৭ জন সিএমএইচসমূহে চিকিৎসাধীন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

২০৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্ট মাসে আহতদের মধ্যে ৮৬৭ জন এখনো সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে সর্বমোট ২ হাজার ৫৩৩ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন। এরমধ্যে ৮৬৭ জন আহত ছাত্র সিএমএইচসমূহে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি ছাত্ররা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ আগস্ট থেকে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সাথে সিএমএইচসমূহে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে বলে আইএসপিআর জানায়। 

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।





আরও...