অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


দৌলতখানে স্কাউটসের নতুন কমিটি গঠন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৪ রাত ১০:৪৬

remove_red_eye

৮৪



খালেদ মোশাররফ শামীম, দৌলতখান থেকে : বাংলাদেশ স্কাউটস  দৌলতখান উপজেলার কার্যনির্বাহী  কমিটি  গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার  (২৪ অক্টোবর)  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে  এক সভায় এ কমিটি গঠন করা হয়।  নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিয়তি  রাণী কৈরী সভাপতি  মনোনীত  হন। সাধারণ  সম্পাদক পদে মনোনীত  হন জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লা আল নোমান। কমিটিতে যুগ্ম সম্পাদক পদে  আব্দুল হাই,  স্কাউট  লিডার পদে মোঃ জসিমউদদীন,  কাব লিডার পদে ফরিদ হোসেন মনোনীত হন।  এসময় জেলা স্কাউটসের সম্পাদক মিজানুর রহমান  মিঠু, কার্যনির্বাহী সদস্য আবু তাহের, দৌলতখান  উপজেলা  একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।