অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৪ রাত ১০:৪৩

remove_red_eye

৮২



আকবর জুয়েল, লালমোহন থেকে : ভোলার লালমোহন উপজেলায় ‘মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।

ধলীগৌরনগর ইউনিয়ন পূব শাখা বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় উদ্বোধনী ম্যাচে চতলা ফুটবল একাদশ বনাম রমাগঞ্জ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এতে ২-০ গোলে চতলা ফুটবল একাদশকে হারিয়ে জয় লাভ করে রমাগঞ্জ ফুটবল একাদশ। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে।

টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে। এছাড়া খেলাধুলার মধ্যে থাকলে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাÐ থেকেও দূরে থাকা সম্ভব। এজন্য সকল কিশোর, তরুণ-যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিতে হবে।

ধলীগৌনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মো. ইউসুফ হোসেনের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির আহবায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।