অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১২ই নভেম্বর ২০২৪ | ২৭শে কার্তিক ১৪৩১


ভোলা থেকে সব রুটে লঞ্চ-ফেরি চলাচল শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৪ সকাল ১১:০২

remove_red_eye

৩৫

ঘূর্ণিঝড় দানার কারণে বন্ধ থাকা ভোলা-বরিশাল রুটের লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে এ রুটে লঞ্চ-ফেরি চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলার বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম।

একইভাবে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা- মজুচৌধুরীহাট ফেরি চলাচল শুরু হয়েছে।

মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে ভোলার ভেদুরিয়া ও বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আজ সকাল ৯টা থেকে ভেদুরিয়া ঘাট থেকে লঞ্চ বরিশালে ছেড়ে গেছে ও বরিশাল থেকে ভেদুরিয়ার উদ্দেশে লঞ্চ ছেড়ে আসতে শুরু করেছে।

অন‌্যদিকে ভোলার ইলিশাঘাটের ব্যবস্থাপক মো. কাউছার হোসেন জানান, ঘূর্ণিঝড় দানার কারণে একদিন বন্ধ থাকার পর সকাল ৯ টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলার ইলিশা-লক্ষ্মীপুরের মজুচোধুরী হাট রুটের ফেরি চলাচল শুরু হয়েছে।

ভোলার ভেদুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. তানভীর হোসেন জানান, সকাল ৯ টা থেকে ভোলার ভেদুরিয়া-বরিশাল রুটের ফেরি চলাচল শুরু হয়েছে।