অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় তিন দোকানে ঝাঁপ কেটে নগদ টাকা ও মালামাল চুরি


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৬

remove_red_eye

২১২

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তিন দোকানে ঝাঁপ কেটে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র।

বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৫ টায় উপজেলা পরিষদ ভবনের পেছনে অবস্থিত দুইটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকানে এই চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া দোকানগুলো হলো, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ ইলিয়াসের কম্পিউটারের দোকান। অপর দোকানটি হচ্ছে মোঃ জাকিরের চায়ের দোকান।

চুরি হওয়া কম্পিউটার দোকানের মালিক শাহাবুদ্দিন ও ইলিয়াছ জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকালে এসে দেখি দোকানের ঝাপ কেটে আইপ্েিস, ব্যাটারী ও ক্যাবাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে।

অপর চা দোকান ব্যবসায়ী জাকির জানান,  ব্যাটারী, ৪০ হাজার টাকার সিগারেট ও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে চোর চক্র।

এই ব্যাপারে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন চুরি হয়ে যাওয়া তিন দোকানের মালিকরা।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আহসান কবির জানান, তিনটি দোকেন চুরির ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওেয়া হবে।