অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


শিক্ষা ব্যবস্থায় ইসলাম বিরোধী সিলেবাস প্রতিহত করা হবে : আল্লামা মামুনুল হক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

৩৩০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : হেফাজত ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহা সচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, শিক্ষা ব্যবস্থায় ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যে কোন শিক্ষা সিলেবাস প্রতিহত করা হবে। বিগত সরকারের এ্যাসইনমেন্ট ছিল হিন্দুত্ববাদকে বাস্তবায়ন করা। এজন্য কারিক্যুলামের মাধ্যমে মুসলমানের সন্তানদেরকে হিন্দুয়ানী কারিক্যুলামের মাধ্যমে হিন্দু মানসিকতায় গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। হেফাজতে ইসলামের নেতৃত্বে বারবার সেই হিন্দুত্ববাদকে মোকাবেলা হয়েছে। 
বুধবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলা হেফাজত ইসলামী শাখার আয়োজনে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে আয়োজিত মহা সম্মেলনে প্রধান প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা মামুনুল হক এসব কথা বলেন।
 
তিনি বলেন, এখন অন্তবর্তীকালীন সরকার যদি মনে করে হিন্দুত্ববাদ মোকাবেলা হয়েছে এখন হিন্দুত্ববাদের জায়গায় নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠিত করা হবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। এদেশের কোটি কোটি মুসলমান তাদের সন্তানদেরকে নাস্তিক্যবাদের হাতে সোপর্দ করবে না। এজন্য ইসলাম বিরোধী কোরআন বিরোধী নাস্তিক্যবাদের যে কোন সিলেবাস প্রতিহত করা হবে।
আল্লামা মামুনুল হক আরও বলেন, আমরা আগস্ট বিপ্লবকে স্বাগত জানিয়েছি। আগস্ট বিপ্লব যেন ছিনতাই হয়ে না যায়। যারা ৫ই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করার জন্য প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছো ; হেফাজতের বাংলাদেশে কোন দিন সেটা বাস্তবায়িত হতে দেব না। ৫ ই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করার জন্য নানা নাটক মঞ্চস্থ হচ্ছে। হুঁশিয়ার করে দিতে চাই, আর কোন নাটক এদেশের মানুষ বরদাস্ত করবে না। 
বোরহানউদ্দিন উপজেলা হেফাজত ইসলামী শাখার আয়োজনে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত মহা সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আনাস সাহেব। এসময় উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুনির হুসাইন কাসেমীসহ ভোলা জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সম্মেলনে ভোলা জেলার সকল উপজেলা থেকে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। 
 
অপর দিকে তিনি বুধবার (২৩ অক্টোবর) রাতে ভোলা জেলা পরিষদ চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা আয়োজিত জনশক্তি সম্মেলণে প্রধান অতিথির বক্তব্যে বলেন,মো. মামুনুল হক অন্তর্বতী কালিণ সরকারকে সব ধরনের সহযোগিতার কথা উল্লেখ করে অররও বলেন, অর্ন্তবর্তীকালিন সরকারকে বলব ক্ষমতার মসনদকে শেখ হাসিনার মতো বাপ-দাদার তালুক মনে করবেন না। এটাকে জনগণের পক্ষ থেকে প্রদত্ত আমানত মনে করেন। জনগণ আপনাদেরকে এখনও ভালোবাসে, আপনাদের উপর আস্থা রেখেছে। যে কোন সংকটে এদেশের আলেম সমাজসহ জনগণ আপনাদেরকে নিরাপত্তা দেয়ার জন্য রাজপথে নেমে আসতে প্রস্তুত রয়েছে। সংকট মোকাবেলায় আপনারা কোন পক্ষকে অবহেলা করবেন না। সকলকে কাছে টেনে নিন। প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত গ্রহণ করুন। দ্রæত রোডম্যাপ প্রকাশ করুন।

বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা উত্তরের আহবায়ক মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 





আরও...