অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


বিএনপি কখনো অন্যায়ের সমর্থন করে না: মেজর হাফিজ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৪৩৫

আকবর জুয়েল, লালমোহন : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। এই দল কখনো কোনো অন্যায়ের সমর্থন করে না। দলের নাম ভাঙিয়ে যারা অপরাধ করবে তাদের ছাড় দেওয়া হবে না।
বুধবার ভোরে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর ঘাটে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, মনে রাখবেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, কবে নির্বাচন হবে তাও নিশ্চিত না। তাই সবাইকে জনগণের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের মন জয় করতে হবে।
এ সময় লালমোহন উপজেলা বিএনপি’র সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহŸায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপি’র আহŸায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ বিএনপি এবং অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 





আরও...