অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে আকস্মিকভাবে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২৫

remove_red_eye

১০৬

আকবর জুয়েল,লালমোহন থেকে: ভোলার লালমোহন উপজেলায় শিক্ষার গুণগত মান নিশ্চিতের লক্ষ্যে আকস্মিকভাবে বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। মঙ্গলবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

এ সময় শিক্ষার গুণগত মান রক্ষা করে শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের নানা ধরনের দিকনির্দেশনা প্রদান করেন ইউএনও মো. তৌহিদুল ইসলাম। তিনি জানান- শিক্ষকদের আন্তরিকতায়ই ভবিষ্যতের জন্য একটি মানসম্মত জাতি গঠন করা সম্ভব হবে। তাই আগামীর সুশিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

বিদ্যালয় পরিদর্শনকালে লালমোহন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, উপজেলা সহকারি প্রোগ্রামার মো. রবিউল আলম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. কায়সারুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে, ইউএনওর আকস্মিক এই পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া খান। তিনি বলেন, আকস্মিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলে বিভিন্ন ভুল-ত্রুটি খুব সহজেই ধরা পড়ে। যা পরবর্তীতে সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানকে সুন্দরভাবে এগিয়ে নেয়া সম্ভব হয়। ইউএনওর আকস্মিক এই পরিদর্শনকে আমি সাধুবাদ জানাচ্ছি।