অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১২ই নভেম্বর ২০২৪ | ২৭শে কার্তিক ১৪৩১


মনপুরায় এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের এ্যাডভোকেসি সভা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

৩৩

          জরায়ু মুখে ক্যানসার প্রতিরোধে টিকা ক্যাম্পেইন
 
মনপুরা প্রতিনিধি : মনপুরায় জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন কার্যক্রমের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, উপজেলার ৬ হাজার ২ শত কিশোরীকে জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দেওয়া হবে। এই টিকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কবির সোহেল এর সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাইদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির। 
সভা সঞ্চালন করেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আশিকুর রহমান।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা থানার সহকারি পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন, মসজিদের ইমাম ও সাংবাদিক প্রমুখ।