অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় ৯ কিলোমিটার বিধ্বস্ত বাঁধ ৫ মাসেও সংস্কার হয়নি


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

৪২০

ঘূর্ণিঝড় "ডানা" আতংকে উপকূলের বাসিন্দা
 
আবদুল্লাহ জুয়েল, মনপুরা : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার উপকূলের ৯ কিলোমিটার বাঁধ বিধ্বস্ত অবস্থায় রয়েছে। গত ৫ মাস আগে ঘূর্ণীঝড় রেমালের আঘাতে বিধ্বস্ত হয় ওই বেড়ীবাঁধ। কিন্তু আজও ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ সম্পূর্ণরূপে সংস্কার করা হয়নি। এর মধ্যে উপজেলা শহররক্ষা বাঁধটি পুরোপুরি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। এ জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, যে কোন সময় বিধ্বস্ত শহররক্ষা বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করে ভেসে যেতে পারে পুরো উপজেলা। এ জন্য আসন্ন ঘূর্ণীঝড় 'ডানা'কে কেন্দ্র করে আতংকিত হয়ে পড়েছে পুরো মনপুরার দেড় লাখ বাসিন্দারা।
 
আবহাওয়া অফিসের তথ্য মতে, পূর্বের ঘূর্ণীঝড় থেকে শক্তিশালী হতে পারে "ডানা" এমন আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ইতমধ্যে এটি লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। 
 
এদিকে মঙ্গলবার চট্রগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণীঝড়টি বুধবার ও বৃহস্পতিবার আরও ভয়ংকর রূপ ধারণ করে উপকূল অতিক্রম করতে পারে। এতে আরও বেশি আতংকিত হয়ে পড়েছে মনপুরা উপকূলের বাসিন্দারা।
 
স্থানীয়রা জানান, ভাঙ্গা বেড়ীবাঁধ ও শহররক্ষা বাঁধ মেরামত না করায় ঘূর্ণীঝড় 'ডানা'র প্রভাবে জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে পুরো উপজেলা প্লাবিত হতে পারে। এতে জোয়ারের পানিতে তলিয়ে যাবে উপজেলা পরিষদ, হাসপাতাল, স্কুল, কলেজ, থানা ও বিদ্যুৎ অফিসসহ হাট-বাজার। তাই দ্রুত বেড়ীবাঁধ সংস্কারসহ শহর রক্ষা বাঁধটি দ্রুত মেরামতের দাবী করছেন স্থানীয়রা।
 
পাউবো সূত্রে ও সরেজমিনে দেখা গেছে, গত ৫ মাস আগে ঘূর্ণীঝড় রেমালের আঘাতে উপজেলার হাজীরহাট ইউনিয়নের ১১ টি পয়েন্টে ভেঙ্গেছে ৪ কিলোমিটার বেড়ীবাঁধ। ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ টি পয়েন্টে ১ কিলোমিটার বেড়ীবাঁধ, ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ৯ পয়েন্টে ৩ কিলোমিটার ও ১ নং মনপুরা ইউনিয়নের ৩ টি পয়েন্টে ১ কিলোমিটার বেড়ীবাঁধ বিধ্বস্ত হয়। ৫ মাস পেরিয়ে গেলেও আজও সেই সমস্ত বেড়ীবাঁধ সংস্কার করেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই সমস্ত ভাঙ্গা বেড়ীবাঁধ মেরামতের ছিটেফোঁটা উদ্যোগ গ্রহণ করেনি পাউবো।
 
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদৌলা জানান, আমি নতুন যোগদান করেছি। অনেক বিষয় জানি না। তবে মনপুরার বেড়ীবাঁধ সংস্কারে প্রস্তাব পাঠানো হয়েছে। শহররক্ষা বাঁধটি মেরামত করা হবে।