অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে নির্মাণের চার বছরেও চালু হয়নি আধুনিক কাঁচা বাজার


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

২৫৬

খালেদ মোশাররফ শামীম , দৌলতখান থেকে : দৌলতখান পৌরসভার চক বাজারে নির্মাণের চার বছরেও চালু হয়নি আধুনিক কাচা বাজার (কিচেন মার্কেট)। এই মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে জটিলতার কারণেএটি চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। দৌলতখান পৌরসভা সূত্রে জানা গেছে, নির্ধারিত দোকান না থাকায় এখানকার কাঁচা বাজার ও মাছ ব্যবসায়ীরা  খোলা আকাশের নিচে বেচা বিক্রি করতে বাধ্য হচ্ছেন।এতে বিফাকে পড়েছেন খাতা বিক্রেতা উভয়ই।২০১৯ সালের ১৯ মে দৌলতখান বাজার কিচেন মার্কেট নির্মাণের জন্য পৌরসভার পক্ষ থেকে কার্যাদেশ দেওয়া হয়। ২০২০ সালের ২০ নভেম্বর  মার্কেটটির নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দোতালা এই মার্কেট নির্মাণ করতে ব্যয় হয় ৩ কোটি ৪৫ লাখ ৬০হাজার টাকা। আড়াই হাজার বর্গফুট জায়গার ওপর নির্মিত এই মার্কেটের নিচতলায় রয়েছে মাছ, তরকারি ও অন্যান্য দোকান। দোতলায় রয়েছে মুরগি ও রকমারি দোকানের ব্যবস্থা।
দৌলতখান বাজারের মাছ ব্যবসায়ী-শুক্কুর জানান, দোকানের অভাবে তারা খোলা আকাশের নিচে মাছ বিক্রি করছেন। সবজি ব্যবসায়ী ছিদ্দিক বলেন, রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা খোলা আকাশের নিচে সবজি বিক্রি করছেন।  জায়গার অভাবে তারা বেশি মালামাল রাখতে পারছেন না। মুরগি ব্যবসায়ী  আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিন হলেও ব্যবসায়ীদের মাঝে দোকান বন্ধ দিচ্ছেন না পৌর কর্তৃপক্ষ। একারণে ব্যবসায়ী রাস্তার পাশে হাঁস- মরগি বিক্রি করছে । দৌলতখান মধ্য বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর বলেন, দীর্ঘদিন ধরে মাছ ও সবজির বাজার স্থানান্তর করা হচ্ছে না। দোকান বরাদ্দ না পেয়ে ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে বেচা বিক্রি করছে। এতে কেতা বিক্রেতা উভয়েরই কষ্ট হচ্ছে। দৌলতখান পৌরসভার প্রশাসক ও  দৌলতখান  উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিয়তি রাণী  কৈরী ইনকিলাবকে বলেন, কিচেন মার্কেট কেন চালু হয়নি এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।