অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখান প্রেস ক্লাবের উপদেষ্টার কন্যা জাফরিন বিনতে আকবর পেলো জিপিএ - ৫


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

৪৮২

খালেদ মোশাররফ শামীম,দৌলতখান : ভোলার দৌলতখান প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক খবরপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আকবর হোসেন এর মেয়ে জাফরিন বিনতে আকবর (আদ্রিকা) এইচএসসি পরীক্ষা'২০২৪  জিপিএ - ৫ পেয়ে উর্ত্তীণ হয়েছে। ঢাকা বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে সে পরীক্ষা দিয়ে এ ভালো ফলাফল অর্জন  করে। এসএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজ থেকেও সে জিপিএ - ৫ পেয়ে কৃতিত্বের সাথে উর্ত্তীণ হয়েছিল। এ বারের এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উর্ত্তীণ হওয়ায় তার এ কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বাবা মায়ের প্রশংসনীয় বিশেষ অবদানের প্রতি সে কৃতজ্ঞতা জানিয়েছে। তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকায়। আদ্রিকা বাবা মায়ের একমাত্র সন্তান। মা জেরিন ইসলাম একজন সফল গৃহিণী। সে ভোলা - ২, (দৌলতখান - বোরহানউদ্দিন,  তজুমদ্দিন) এলাকার তিনবারের নির্বাচিত  সাবেক এমপি নজরুল ইসলামের নাতনি।
আদ্রিকার ভালো ফলাফলে তার সহপাঠী, প্রতিবেশি ও আতœীয় স্বজনরা খুবই খুশি। লেখা পড়া করে বাবা মায়ের মুখ উজ্জ্বল, দেশ ও মানুষের কল্যাণে যেন সহায়তা করতে পারে সে জন্য সে সবার কাছে দোয়া প্রার্থী।
দোয়া : দৌলতখান প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, শিল্প কলা একাডেমি, সামাজিক সাংস্কৃতিক সংস্থা ও বিভিন্ন পেশাজীবি সংগঠন  আদ্রিকার  আগামীদিনের সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর জীবন, সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া প্রার্থনা করেছে।