অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২রা জানুয়ারী ২০২৫ | ১৯শে পৌষ ১৪৩১


ভোলায় র‌্যাবের অভিযানে বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

১০৩

ইসতিয়াক আহমেদ : ভোলায় র‌্যাবের অভিযানে বিভিন্ন ব্রান্ডের ২৭ (সাতাশ) টি দেশী ও বিদেশী মদের বোতলে মোট ২২.৫২৬ লিটার মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক আরাফাত ইসলাম, বিপিএম, এনইউপি, বিসিজিএম, কমান্ডার বিএন সার্বিক দিক নির্দেশনায় ভোলা র‌্যাব ক্যাম্পের সিনিয়র এএসপি হাসান মুহাম্মদ মুহতারিম, পিপিএম-সেবা এর নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১ টার সময় ভোলা জেলার সদর থানাধীন ইলিশা ফেরীঘাট হতে অনুমান রাজাপুর ইউনিয়নের মোঃ মাকসুদ মেম্বারের বাড়ির উত্তরে ইটের সলিং রাস্তা (বেড়ী বাধ) এর ঢালে ঝোঁপ ঝাড়ের মধ্যে কর্কশিট এবং কাগজের বক্সের ভিতর হতে সর্বমোট বিভিন্ন ব্রান্ডের ২৭ (সাতাশ) টি দেশি ও বিদেশী মদের বোতলে মোট ২২.৫২৬ লিটার মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার সর্বমোট অবৈধ বাজার মূল্য অনুমান-১,৫০,০০০ টাকা। ধারনা করা যাচ্ছে যে, মাদক ব্যাবসায়িরা লক্ষীপুর হতে মেঘনা নদীতে স্প্রিডবোট অথবা ট্রলারযোগে উল্লেখিত মাদকসমুহ ভোলা জেলার বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে মেঘনা নদীর তিরবর্তী উপরে উল্লেখিত তাদের সুবিধাজনক স্থানে রেখেছিলো। পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দকৃত উল্লেখিত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।