অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


শিল্প উন্নয়নে সার্ক কার্যকর করার আহ্বান শিল্প উপদেষ্টার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

১৯৭

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ এই অঞ্চলে শিল্প উন্নয়ন ত্বরান্বিত করার জন্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক)  কার্যক্রম জোরদার করার উপর জোর দিয়েছেন।

আজ রাজধানীর শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠকে শিল্প উপদেষ্টা এ মন্তব্য করেন।

বৈঠকে শিল্প উপদেষ্টা ও ভারতের হাইকমিশনার দুই দেশের মধ্যে শিল্প উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এই অঞ্চলের উন্নয়নের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক) এর ওপর গুরূত্বারোপ করেন।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





আরও...