অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


স্বৈরাচার পতন আন্দোলনে নিহত পরিবারকে সহযোগিতা করা হবে : সাবেক এমপি হাফিজ ইব্রাহিম


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

৩২৩

দৌলতখান সংবাদদাতা :  স্বৈরাচারী হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। হাসিনা   বলেছে,  সে আছে এবং থাকবে।  কিন্তু  শেষ পর্যন্ত সে পালিয়ে গেছে। রবিবার (১৩ অক্টোবর)  বিকালে পাঁচটায়  দৌলতখানের ভবানীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য  ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য  আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এসব কথা বলেন।
হাফিজ ইব্রাহিম বলেন, স্বৈরাচার পতন আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহযোগিতা করা হবে। স্বৈরাচার সরকারের  আমলে সারা দেশের মতো  দৌলতখান- বোরহান উদ্দিনে বিএনপি নেতাকর্মীদের ওপর অনেক জুলুম নির্যাতন হয়েছে।  বিএনপির নেতাকর্মীরা আইন হাতে তুলে নেবে না। আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় ও  ভবানীপুর ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া  স্বপন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সমন্বয়ক  আকবর হোসেন,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক  গোলাম আযম পলিন, ভবানীপুর ইউনিয়ন বিএনপির   ভারপ্রাপ্ত সম্পাদক জসিম মাস্টার।  এ সময়   বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম টপি,   সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি,  কাজী ইকবাল,  জুয়েল তালুকদার, আবু বক্কর ছিদ্দিক জুলু,, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।