অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় পূজামন্ডপে বিএনপির দুই গ্রুপের অনুদান বিতরণ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

২৫৯

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ১১ টি পূজামন্ডপ পৃথকভাবে পরিদর্শন করে উপজেলা বিএনপির বিবাদমান দুই গ্রুপের নেতারা। পরে প্রত্যকটি পূজামন্ডপে দায়িত্বরত সভাপতি ও সম্পাদকের হাতে অনুদানের টাকা তুলে দেন দুই পক্ষের নেতারা।

গত দুই দিন ( শনি ও রোববার) পূজামন্ডপ পরিদর্শন শেষে প্রথমে কেন্দ্রীয় যুবদলরে সাধারন সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়নের পক্ষে অনুদান দেন উপজেলা বিএনপির একটি পক্ষ। পরে সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে অনুদান প্রদান করেন অপর গ্রæপ।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিলন মাতাব¦র, যুগ্ন সাধারন সম্পাদক আবদুর রহিম মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ রহিম, উপজলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদলের আহবায়ক মোঃ কবির হোসেন অন্যান্যরা।