অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আ'লীগ সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল : সাবেক এমপি হাফিজ ইব্রাহিম


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৪ রাত ০৯:৪১

remove_red_eye

২৫৬

দৌলতখান সংবাদদাতা : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের  সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন,  ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ সারাদেশে  সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।  লুটপাটের রাজনীতি করে আওয়ামী লীগ।  শনিবার( ১২ অক্টোবর ) দুপুরে  চরপাতা  ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম এসব কথা বলেন । 
তিনি বলেন আওয়ামী লীগ ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর অনেক নির্যাতন করেছে। সকল অন্যায়ের বিচার করা হবে । উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি  জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সমন্বয়ক   আকবর হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার,   উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজামুদ্দিন ভ‚ঁইয়া,  সাধারণ সম্পাদক শাজাহান সাজু, চরপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের আহŸায়ক মশিউর রহমান লিটন প্রমুথ। এ সময় উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম টপি, সহ- সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, চরপাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল মোল্লা,  চরপাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  মোঃ সবুজসহ   উপজেলা ও ইউনিয়ন বিএনপির  অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন  ।