অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে এমপি শাওনের পক্ষে যুব মহিলালীগের খাদ্য সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২০ রাত ১২:১৩

remove_red_eye

১৩০২

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার লালমোহনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা যুব মহিলালীগ। সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫শত পরিবারের মাঝে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা যুব মহিলালীগের সভাপতি কামরুন নাহার সুমি ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার।

উপজেলা যুব মহিলালীগের সভাপতি কামরুন নাহার সুমি বলেন, করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে দ্বীপ বন্ধু করোনা যোদ্ধা নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মাঠে কাজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।  আমরা লালমোহন উপজেলা আওয়ামীলীগের প্রতিটি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার সাথে  কাজ করে যাচ্ছি। এই করোনা ভাইরাস উপেক্ষা করে তিনি যেভাবে এলাকার মানুষের পাশে অবস্থান নিয়েছে এটা সত্যি বিরল। এমনকি মধ্য রাতে ফোন পেয়ে অসহায়দের সহযোগীতা করতে তিনি ছুটে যাচ্ছেন। তাই এই মানুষটির জন্য সকলকে দোয়া করার আহবান জানান তিনি।