অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৪ রাত ০৯:৪৪

remove_red_eye

২৫৮

দৌলতখান  সংবাদদাতা : ভোলার দৌলতখানে একটি বিদেশী পিস্তল,  ৪ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ মাসুম বিল্লাহ ওরফে রাসেল (২৯) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ । 
 
শুক্রবার (১১ অক্টোবর)  দুপুর আড়াইটার দিকে উত্তর জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালু হাওলাদারের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এসময় তার কাছ থেকে ১ টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের  হাদিস মালতিয়ার ছেলে।   সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবে   দৌলতখানের  পূজা মন্ডপগুলোতে  সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে রাসেল এলাকায় অবস্থান  করছিলো বলে জানায় স্থানীয়রা ।   তার বিরুদ্ধে এর আগেও থানায়   একটি হত্যা চেষ্টা মামলা হয়েছিলো  । 
 
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে  উত্তর জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে   পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ৪ রাউন্ড গুলি,  ম্যাগাজিনসহ সন্ত্রাসী রাসেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে  থানায় হত্যা চেষ্টা  মামলা রয়েছে। আটক রাসেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।