অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে আরাফাত রহমান কোকো স্মৃৃতি ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

২৯০

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । প্রথমবারের মতো জিয়া ঐক্য পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করে । বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা বালুর মাঠে  এ খেলার আয়োজন করা হয়। উদ্বোধনী  খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন এহসাক ফরাজী ও খেলার রেফারির দায়িত্ব পালন করেন, জামাল ভূইয়া। উদ্বোধনী ম্যাচে পৌরসভা একাদশ বনাম  প্রগতি স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পৌরসভা একাদশ ৩-১ গোলে জয়লাভ করে।   উদ্বোধনী অনুষ্ঠানে  ভবানীপুর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক ফরাজী মোঃ শহীদুল এ্যানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভবানীপুর ইউনিয়নের বিএনপির সভাপতি স্বপন মিয়া। বিশেষ অতিথি ছিলেন, ভবানীপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম মাষ্টার, পৌর যুবদল নেতা কাজী রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম, সদস্য সচিব জাহিদুল হাসান, যুবদল নেতা কাজী রায়হান, ছাত্রদল সভাপতি কাজী ছোটন,ছাত্রদলের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন রাজু,ছাত্রদল নেতা আক্তারুজ্জামান, ছাত্রনেতা শামীম ফরাজী,  আমজাদ  প্রমূখ।