অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলার এনজিও আইসিডিএস এনজিও এফিয়ারস ব্যুরোর নিবন্ধন সনদ পেল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মে ২০২০ রাত ১১:৫৭

remove_red_eye

১২৯১

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার এনজিও ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি (আইসিডিএস) এনজিও এফিয়ারস ব্যুরো হতে নিবন্ধন সনদ পেয়েছে যার নম্বর 3239 গতকাল রোববার এনজিও এফিয়ারস ব্যুরোর উচ্চমান সহকারী ফারুক আহমেদ চৌধুরী তার কার্যালয়ে সংস্থাটির সমন্বয়কারী মো: তানভীর রায়হানের হাতে নিবন্ধন সনদের কপি তুলে দেন। সংস্থাটির নির্বাহী পরিচালক প্রতিবেদককে জানান, গ্রামীণ শহুরে দারিদ্র বিমোচনের ব্রত নিয়ে 2007 সালের জুলাই মাসে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা শুরু হয়। তিনি বলেন, সংস্থাটি ইতোমধ্যে ভোলা সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধীত হয়েছে যার নম্বর: ভোলা-301/09 এছাড়াও গত বছরের 15 মে তারিখে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হতে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার সনদ পেয়েছে যার নম্বর: 21112-00174-০০৮৩৯। বর্তমানে সংস্থাটির ১০78 জন ঋণ গ্রহীতা রয়েছে যাদের অধিকাংশই গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী। তিনি আরো বলেন, ভবিষ্যতে সংস্থাটি গ্রামীণ শহুরে দারিদ্র বিমোচনে অগ্রণী ভূমিকা রাখবে।