অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আজ মনপুরা ও চরফ্যাসন উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০১৯ রাত ০৯:৫৯

remove_red_eye

১০২৬

 

মনপুরা প্রতিনিধি : ভোলার দুই উপজেলা মনপুরা ও চরফ্যাসন আ’লীগের সম্মেলনকে কেন্দ্রে করে নেতা-কর্মীদের মধ্যে চাঙ্গাভাব। শনিবার সকাল ৯ টায় প্রথমে মনপুরা উপজেলায় আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে একই দিনে দুপুর ১২ টায় চরফ্যাসন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

মনপুরা ও চরফ্যাসন দুই উপজেলায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভোলা-৪ আসনের এম.পি ও সাবেক উপমন্ত্রী বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এছাড়াও দুই উপজেলায় সম্মেলন উদ্বোধক হিসাবে থাকবে ভোলা জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন ভোলা জেলা আ’লীগের সম্পাদক আবদুল মমিন টুলু।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে দুই উপজেলায় আ’লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। ইতিমধ্যে সম্মেলনকে কেন্দ্র করে দুই উপজেলায় ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো উপজেলায়। সম্মেলনকে সফল করতে প্রতিদিন পালা করে চলছে মিটিং ও মিছিল।

তবে চরফ্যাসন উপজেলা আ’লীগের সম্মেলনে ফের চরফ্যাসন আ’লীগের সভাপতি ও এই আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ফের আ’লীগের সভাপতি হিসাবে দেখতে চায় তৃণমূল আ’লীগ। চরফ্যাসন আ’লীগের সম্পাদক হিসাবে এমপি জ্যাকবের সিদ্ধান্তের উপর আস্থা রাখছেন সম্মেলনের কাউন্সিলরা।

এদিকে মনপুরা উপজেলায় সভাপতি ও সম্পাদক পদে এমপি জ্যাকবের উপর আস্থা রাখছেন সম্মেলনে আসা কাউন্সিলর ও ডেলিকেটরা। তবে তারা দলের ভিতর বিভাজন, সন্ত্রাস ও বেয়াদব মুক্ত উপজেলা আ’লীগের কমিটি চায়।

মনপুরা ইউনিয়ন আ’লীগের সভাপতি আমানত উল্লা আলমগীর, সম্পাদক নিজাম উদ্দিন মিয়া, হাজিরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতাব্বর, সম্পাদক মহিউদ্দিন মিয়া, উত্তর সাকুচিয়া আ’লীগের সম্পাদক আবদুর রহমান রাশেদ মোল্লা, দক্ষিণ সাকুচিয়া আ’লীগের সম্পাদক শাহে আলম বেপারি জানান, এমপি জ্যাকবের সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত। তবে দলে বিভাজনকারী ও বেয়াদবের জায়গা আ’লীগের কমিটিতে হবেনা। উপজেলা আ’লীগের সিনিয়রদের নিয়ে আগামী কমিটি গঠন করা হবে বলে প্রত্যাশা করেন তারা।

মনপুরা উপজেলা আ’লীগের সম্পাদক একেএম শাহজাহান মিয়া জানান, শনিবার সকালে প্রথমে মনপুরা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে চরফ্যাসন উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে সকল কাজ শেষ হয়েছে। সম্মেলনে দলে বিভাজন নেই। এমপি জ্যাকবের সিদ্ধান্ত চূড়ান্ত।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর মনপুরা উপজেলা সম্মেলনে উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীকে সভাপতি ও একেএম শাহজাহান মিয়াকে সম্পাদক করে উপজেলা আ’লীগের কমিটি ঘোষনা করে জেলা আ’লীগ। একদিন পর ২০১৫ সালের ২৫ ডিসেম্বর চরফ্যাসন উপজেলা আ’লীগের কমিটিতে সাবেক উপমন্ত্রী সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সভাপতি ও নুরুল ইসলাম ভিপিকে সম্পাদক করে উপজেলা আ’লীগের কমিটি ঘোষনা করে জেলা আ’লীগ।