অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে রোকেয়া দিবস পালিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০১৯ রাত ০৯:২০

remove_red_eye

৯৪৯

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে আন্তার্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় দৌলতখান উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু,সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা খাতুন, উপজেলা মহিলা বিষয়কের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার মোঃ হুমায়ুন কবির।
দিবসটি উপলক্ষে দৌলতখান উপজেলায় ২০১৯-২০ সালের ৫ শ্রেষ্ঠ জয়িতা হিসেবে , নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ে তুলায় পৌরসভা ৫ নং ওয়ার্ডের সুমি আক্তার ,সমাজ উন্নয়নে অবদান রাখায় দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হোসনেয়ারা বেগম,সফল জননী নারী হিসেবে মধ্যজয়নগর ইউনিয়নের বিবি জয়নব ,অর্থনৈতিক-ভাবে সাফল্য অর্জনকারী হিসেবে চরখলিফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কামরুন নাহার এবং শিক্ষা ও চাকরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে পৌরসভা ২ নং ওয়ার্ডের মারজানা বেগমকে সংম্বর্ধনা দেওয়া হয়। এসময় ওই জয়িতা ৫ নারীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।