অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে জেলেদের মাঝে বখনা বাছুর বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৪ রাত ১০:৪৬

remove_red_eye

২৪৭


কাজী জামাল, দৌলতখান থেকে: ইলিশ সম্পদ উন্নয়ন  ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফল ভোগী  জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসাবে ৪৪ টি (বখনা বাছুর) বিতরণ করা হয়েছে।  রবিবার ৬ অক্টোবর  দুপুর  দুইটায় উপজেলা পরিষদে এই ( বখনা বাছুর)  বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাঈন, উপজেলা  প্রানী সম্পদ কর্মকর্তা. ভ‚বন চন্দ্র দে,  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার,  উপজেলা বিএনপির সহ সাংগঠনিক  সম্পাদক ইলিয়াস তালুকদার  জুয়েল, উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক আব্বাস উদ্দিন জাবেদ,দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী জামালসহ বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।