অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার দৌলতখানে সুষ্ঠুভাবে চাল বিতরণে জেলেরা খুশি


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৩

remove_red_eye

৩২২

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। খাদ্য সহায়তা হিসেবে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল সুষ্ঠুভাবে বিতরণ করায় অসহায় জেলেরা খুবই খুশি বলে জানিয়েছে। ৬৫ দিনের অবরোধে দ্বিতীয় পর্যায়ে সমুদ্রগামী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ৩০ কেজি করে  এসব চাল বিতরণ করা হচ্ছে। শনিবার ৫ অক্টোবর সকালে উপজেলার হাজিপুর ইউনিয়নে ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদে নিবন্ধিত তালিকাভূক্ত জেলেদের মাঝে এসব ভিজিএফ চাল বিতরণ করা হয়। সরেজমিন হাজীপুর ইউনিয়নের চাল বিতরণে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের টেক অফিসার, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার। সৈয়দপুর ইউনিয়ন পরিষদে ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সৈয়দপুর ইউনিয়ন  বিএনপি নেতা তরিকুল ইসলাম মাস্টার, স্বপন শিকদার। হাজীপুর ইউনিয়নের ৭শত ৭৮ জন জেলের মধ্যে নিবন্ধিত ৫ শত ৬ জন জেলের  মাঝে এবং সৈয়দপুর ইউনিয়নে প্রায় ৫ হাজার জেলেদের মধ্যে নিবন্ধিত ২ হাজার ৪ শত ৭৮ জন জেলের মধ্যে চাল দেয়া হচ্ছে বলে জানা গেছে। হাজীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোঃ অহিদ মাঝি, হেজু মাঝি, নসু মাঝি,  হোসেন মাঝি ও রোকেয়া বেগম জানায়, বিগত সরকারের আমলে আমাদেরকে জেলে কার্ডের চাল দেয়া হয়নি। এবার সুষ্ঠু ভাবে চাল বিতরণ করায় চাল পেয়ে আমরা খুবই খুশি। সৈয়দপুর  ইউনিয়নের কাঞ্চন মাঝি, ফাতেমা বেগম,  নিরু বেগম, আজগর মাঝি জানান, এবার সুষ্ঠু ভাবে চাল বিতরণ করায় আমরা চাল পেয়েছি। জানা জায় ভোলা ২ আসনের সাবেক এমপি  আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর নির্দেশে বিএনপি দলীয় নেতা কর্মীরা চাল বিতরণে সহায়তা করায় নিবন্ধিত সমুদ্রগামী জেলেরা ভিজিএফ এর এসব চাল সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পেয়ে খুবই খুশি।