অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে জনতার ঢল


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৪ রাত ০৯:২৬

remove_red_eye

৮৬


ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশন উপজেলায় সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশের বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীদের ঢল নেমেছে। বুধবার (২ অক্টোবর) বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে চরফ্যাশন সদর রোড সহ ফ্যাশন স্কয়ার ছিল কানায় কানায় ভরপুর।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ-এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার ফ্যাশন স্কয়ার থেকে শহরের প্রদান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সমাবেশে অংশ নেয় নেতাকর্মীরা।

কর্মী সমাবেশে মীর শাহাদাত হোসেন ছায়েদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি'র সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাবেক তিন বারের সফল সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের হাতকে শক্তিশালী করে বিএনপি তাদের হারানো ভোলা-৪ চরফ্যাশন মনপুরা আসনটিকে পুনরায় উদ্ধার করবে। এজন্য সকলকে ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাবিব নেঘাবান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শিহাব উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিয়াজ উদ্দিন ছফল মাতাব্বর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লবসহ উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দরা।